সৈয়দপুরে মাদকের বিরুদ্ধে গনচসচেতনতায় মানববন্ধন ও পথসভা

0
178

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
মাদকের বিরুদ্ধে গণসচেতনতা বাড়াতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন ও পথসভা হয়েছে। শনিবার(১৭ জুন) রাতে ইসলামবাগ (শেরু হোটেল) এলাকায় ওই কর্মসূচি পালন করা হয়। এরপর রসুলপুর এলাকায় পথসভা করা হয়। পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিকের উদ্যোগে ৩ নং ওয়ার্ডবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে এলাকার বিভিন্ন বয়সী শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।পথসভায় বক্তব্য বলেন ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক, ছাত্রলীগ নেতা যুগ্ম সাধারণ সম্পাদক মো: দিলশাদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক আয়শা সিদ্দিকা চাঁদনী, সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মো: শাহাজাদা, হরিজন সম্প্রাদায়ের সহ-সভাপতি জয়লাল, সাধারণ সম্পাদক শ্রী গোপাল প্রমূখ।

বক্তারা বলেন, এলাকায় মাদক এখন হাতের নাগালে পাওয়া যাচ্ছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে এখানে মাদক বিক্রি হচ্ছে। ফলে মাদকাসক্তের সংখ্যা দিন দিন চরম আকারে বৃদ্ধি পাওয়ায় এলাকায় আশংকাজনক হারে চুরি বেড়েছে। হরিজন সম্প্রদায়সহ এলাকার কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। আর মাদকের টাকা জোগাড় করতে মাদকসেবীরাই এ চুরির ঘটনা ঘটাচ্ছে বলে তারা উল্লেখ করেন। বক্তারা বলেন মাদক সেবন করে মাদকসেবিরা শুধু নিজেকে ধ্বংস করছেনা, পরিবার ও সমাজকেও ধ্বংস করছে। তাই প্রশাসনের পাশাপাশি এলাকার সর্বস্তরের জনগণকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয় মানববন্ধন কর্মসূচিতে।
পথসভা শেষে মাদকবিরোধী একটি মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here