মদনে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে লিফলেট বিতরণ

0
97

মদন (নেত্রকোনা) প্রতিনিধিরঃ “মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এ স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার মদনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উপলক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মাছের পুষ্টিগুণ সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে ও গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব লিফলেট বিতরণ করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসানসহ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান জানান, মাছের পুষ্টিগুণ সম্পর্কিত সচেতনা বৃদ্ধির জন্য আমাদের এই সব কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সুস্থ ও স্মার্ট জাতি গঠনে মাছের পুষ্টিগুণের গুরুত্ব অপরিহার্য। তাই আমাদের অধিক পরিমানে মাছ খেতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here