গরমে ৫–৮ জুন বন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়

0
118

খবর৭১: দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন মোট চারদিন বন্ধ থাকবে। তীব্র তাপদাহের কারণে এই ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দেশব্যাপী তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বর্তমানে দেশের ওপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ চলছে। এটি আরও পাঁচ থেকে ছয় দিন অব্যাহত থাকতে পারে বলে রবিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু, ৩৮ ডিগ্রি থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি ও ৪০ ডিগ্রি থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর ৪২ ডিগ্রি বা তার বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here