৬ সপ্তাহের আগাম জামিন পেলেন মতিউর রহমান

0
162

খবর ৭১: ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। রোববার (২ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও মো. আমিনুল ইসলামের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে রমনা থানার এ মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

এর আগে গত বুধবার মধ্যরাতে রাজধানীর রমনা থানায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এই মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এছাড়া আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতনামা ব্যক্তিরাও রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here