আদালত নয়, প্রশাসনিক আদেশেই খালেদা বিদেশ যেতে পারেন’

0
594

খবর৭১ঃ করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নিতে আদালতের আদেশের প্রয়োজন নেই বলে মনে করেন তার আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। তার মতে, এখানে আদালতের কোনো ভূমিকা নেই, এটা সম্পূর্ণ প্রশাসনিক আদেশের বিষয়। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতি দেয়া সরকারের নৈতিক ও মানবিক দায়িত্ব বলেও মন্তব্য করেন প্রবীণ এই আইনজীবী।

বুধবার এক ভার্চুয়াল ব্রিফিয়ে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি মাহবুব হোসেন বলেন, ‘খালেদা জিয়ার সাজা যে স্থগিত করা হয়েছে সেটাও সম্পূর্ণ প্রশাসনিক আদেশ। সেখানে আদালতের কোনো ভূমিকা নেই।’

প্রবীণ এই আইনজীবী বলেন, ‘আমি আশা করব এ অবস্থায় অযথা সময় ক্ষেপণ করে তার জীবনের ঝুঁকি না বাড়িয়ে, সরকার অবিলম্বে সুচিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেবে। এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।’

মাহবুব হোসেন বলেন, ‘ফৌজদারী কার্যবিধি ৪০১(১) ধারা মোতাবেক সরকার যেকোনো আসামির সাজা মওকুফ বা সাজা স্থগিত করতে পারে। বেগম খালেদা জিয়াকে যখন মুক্তি দেয়া হয় তখন শর্ত দেয়া হয়েছিল, তিনি বিদেশে যেতে পারবেন না। কিন্তু এখন এ অবস্থায় সরকারের মানবিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব, দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়া। এখানে কোনো দরখাস্ত ছাড়াই সরকার অনুমতি দিতে পারে।’

এর আগে গতকাল মঙ্গলবার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতির বিষয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, ফৌজদারী কার্যবিধি ৪০১ ধারার উপধারা-২ অনুযায়ী সরকার খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে। এখন তাকে বিদেশে নিতে হলে আদালতে আসতে হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও জানিয়েছিলেন, খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়টি আদালতের ব্যাপার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here