পুলিশ-ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ: আহত অর্ধশত

0
371

খবর ৭১: জাতীয় প্রেসক্লাবে সামনে ছাত্রদলের কর্মসূচি ঘিরে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে। রোববার ১১টার দিকে প্রেসক্লাবের সামনে এই সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
রোববার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের প্রতিবাদে ছাত্রদল এ সমাবেশের আয়োজন করে। পরে এ সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
সংঘর্ষে ইতোমধ্যে ছাত্রদল ও পুলিশের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।সংঘর্ষে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। অন্যদিকে সংঘর্ষের কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।

প্রেসক্লাবের ভেতরে অবস্থান নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বাইরে অবস্থান করছেন বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলাবাহিনী।