খবর৭১ঃ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় স্থানীয় পুলিশ-প্রশাসনের গাফিলতির প্রমাণ পাওয়ায় অ্যাকশনে যাচ্ছে পুলিশ সদর দফতর।এরই মধ্যে এসপি জাহাঙ্গীর আলমকে বদলি করার সিদ্ধান্ত হয়েছে। বরখাস্ত করা হচ্ছে সোনাগাজীর তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেনকে।
এ দুই পুলিশ কর্মকর্তা ছাড়া আরও দু’জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। রাফি হত্যার ঘটনায় ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পিকেএম এনামুল করিমের গাফিলতির প্রমাণও মিলেছে।
তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরের উচ্চপর্যায়ে প্রতিবেদনসহ চিঠি পাঠানো হবে। পুলিশ সদর দফতরের ডিআইজি এসএস রুহুল আমিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছে পুলিশ সদর দফতর। সংশ্লিষ্ট সূত্র এবং একাধিক দায়িত্বশীল কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।
রাফি হত্যার ঘটনায় গাফিলতি খতিয়ে দেখতে ১৩ মে পুলিশ সদর দফতর ডিআইজি রুহুল আমিনের নেতৃত্বে একটি কমিটি গঠন করে। মঙ্গলবার রাতে কমিটি সদর দফতরে প্রতিবেদন জমা দিয়েছে।
খবর৭১/জি