খবর৭১ঃপুরান ঢাকার চকবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে অধিকাংশের দাফন হবে আজিমপুর কবরস্থানে। এখানে ৮৫টি কবর প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে সেখানে মরদেহ দাফন শুরু হয়েছে।
মর্গে শনাক্তের পর বৃহস্পতিবার দুপুর থেকে মরদেহ হস্তান্তর শুরু হয়। সবশেষ খবর পর্যন্ত ৩৮ জনের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে তা বুঝিয়ে দেয়া হয়েছে। এদের মধ্যে অনেকেই প্রিয়জনের মরদেহ নিয়ে ঢাকার বাইরে বাড়ির পথ ধরেন। আর ঢাকার কয়েকজনের মরদেহ দাফন করা হয় আজিমপুরে।
আজিমপুর কবরস্থানের জ্যেষ্ঠ মোহরার হাফেজ মো. হাফিজুল ইসলাম বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডে নিহত পুরান ঢাকার কেবি রোডের বাসিন্দা মো. ইয়াসিনের (৩৩) লাশ দাফন করা হয়। আর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসহাক (৪০) নামের আরেকজনের মৃতদেহ দাফন করা হয়।
তিনি বলেন, চকবাজারের অগ্নিকাণ্ডের পর কর্তৃপক্ষ কবর প্রস্তুত করে রাখতে বলেছে। আমরা ৮৫টি কবর প্রস্তুত করে রেখেছি।
রাজধানীর চকবাজারে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এ পর্যন্ত ৮১ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য মানুষ।
খবর৭১/ইঃ