খাশোগির হত্যার ঘটনায় সৌদি রাজা জড়িত থাকতে পারে:ট্রাম্প

0
376

খবর৭১:সৌদি সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ এবং হত্যার ঘটনায় সৌদি আরবকে নির্দোষ বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১৫ অক্টোবর (সোমবার) সৌদি রাজা সালমানের সঙ্গে এক ফোনালাপের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা বলেছিলেন তিনি। এমন বক্তব্যের দুই সপ্তাহ পার না হতেই নিজের সুর পাল্টালেন ট্রাম্প।

শীর্ষ মার্কিন দৈনিক ওয়ালস্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প বলেছেন সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, খাশোগি হত্যার ঘটনায় আমি মোহাম্মদ বিন সালমানকে বারবার ভিন্ন ভিন্ন কৌশলে প্রশ্ন করেছি। তাকে আমার প্রথম প্রশ্ন ছিল- এ হত্যাকাণ্ডের প্রাথমিক পরিকল্পনা সম্পর্কে আপনি কিছু জানতেন? জবাবে তিনি বলেছেন- তিনি কিছুই জানেন না।

‘তাকে দ্বিতীয় প্রশ্ন ছিল- কোথা থেকে এটি শুরু হয়েছে? তখন তিনি বলেছেন- এটি খুবই নিম্নপর্যায় থেকে শুরু হয়েছে।’

এই অস্বীকারকে তিনি বিশ্বাস করেন কিনা জানতে চাইলে বলেন, আমি তাদের বিশ্বাস করতে চাই। সত্যিকার অর্থে আমি তাদের বিশ্বাস করতে চাই।
খবর৭১/জি