খবর ৭১ঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হুক্কা না দেয়ায় এক সুইপারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত তাইজুল ইসলাম (৪৫) ওরফে আন্দু মিয়া বাঞ্ছারামপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের লালু মিয়ার ছেলে। আটক হাছান মিয়া (২৮) ধরাভাঙ্গা গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।
শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী নিহতের মেয়ে শাহিদা আক্তার বলেন, আব্বায় দুপুরের খাওনের পরে ঘরের সামনে বইয়া হুক্কা খাইতেছিল (ধূমপান)। এই সময় হাছান পাগলা আইয়া আব্বার কাছে হুক্কা চাইলে আব্বায় হেরে দিতে না করছে। হাছান হুক্কা না পাইয়া আমাগোর ঘর থেকে বডি-দাও আইনা কোপাইয়া মাইরা ফালাইছে।
সলিমগঞ্জ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, আন্দু মিয়া সুইপারের কাজ করতেন। হাছান একজন মানসিক প্রতিবন্ধী। হুক্কা না পেয়ে বঁটি দিয়ে আন্দু মিয়াকে কুপিয়ে হত্যা করেছে বলে জেনেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
খবর ৭১/এসঃ