মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ বাহুবলের জয়পুরে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা মহোৎসব অুনষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় পদাবলি কীর্ত্তনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দুপুর ১২টায় শ্রীশ্রী জগন্নাথ দেবের ভোগরাগ, দুপর ১টায় মহা প্রসাদ বিতরণ, দুপুর দেড়টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সহ-সভাপতি হরেন্ড দাসের সভাপতিত্বে ও সাংবাদিক বিশ্বজিৎ ভট্টাচার্য্য’র পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমত স্বামী বেদময়ানন্দজী মহা রাজ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন কমিটির সম্পাদক নিরঞ্জন সাহা নিরু। বিশেষ অতিথি ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, বাহুবল মডেল থানার ওসি মোঃ মাসুক আলী, জেলা পরিষদ সদস্য আলাউর রহমান চৌধুরী সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, মিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুদ্দিন লিয়াকত, লামাতাসি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান চৌধুরী টেনু, বাহুবল উপজেলা পরিষদের সাবেক ভাইস বীর মুক্তিযোদ্ধা হাজী ফিরুজ মিয়া, মুরাদ চৌধুরী। পরে জোড়া হাতি দিয়ে শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম থেকে হাজার হাজার পুণ্যার্থী জগন্নাথ দেবের রথ টেনে মাসির বাড়ি আমোদিনী ভিলায় (স্বর্গীয় নিলকান্ত সাহার বাড়িতে) নিয়ে যায়।
খবর৭১/এসঃ