খবর৭১:বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মুনসুর পাইক(৬০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। রবিবার সকালে বাগেরহাট-পিরোজপুর সড়কের যুগি বাড়ীর পোল এলাকায় মালবাহী পিকআপ ও ব্যাটারী চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনসুর পাইক উপজেলার আফরা গ্রামের মোহাম্মদ পাইকের ছেলে।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির বলেন, সকালে বাগেরহাট থেকে আসা একটি মালবাহী পিকআপের সাথে উল্টোদিক থেকে আসা একটি ব্যাটারী চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যান চালক মুনসুর আহত হয়। স্থানীয়রা আহত মুনসুরকে বাগেরহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দড়াটানা টোলপ্লাজার কাছে পৌছালে আহত মুনসুরের মৃত্যু হয়।
খবর৭১/জি: