বেনাপোলে প্রতিদিনের কথার প্রথম বর্ষপূর্তি উদযাপন

0
307

খবর৭১,বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে দৈনিক প্রতিদিনের কথার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার বেলা ১০ টার সময় বেনাপোল প্রধাণ সড়কে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বন্দর প্রেস ক্লাবে এক আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

দৈনিক প্রতিদিনের কথার বেনাপোল প্রতিনিধি ও বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থল বন্দরের পরিচালক আমিনুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান, শার্শা উপজেলা দূর্ণিতী দমন কমিশনের সভাপতি আহসান উল্লাহ মাষ্টার, বন্দর প্রেস ক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি এনামুল হক, বেনাপোল পৌর কাউন্সিলর কামরুন্নাহার আন্না, পোর্ট থানার এস আই সুজিত মৃধা, বেনাপোল প্রেস ক্লাবের সদস্য জিএম আশরাফ, বন্দর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শাহনেওয়াজ মল্লিক স্বপন, সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ, আয়ুব হোসেন পক্ষী, সাহিদুল ইসলাম শাহীনসহ বিভিন্ন দৈনিক ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় সুধীজন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বন্দর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আজিজুল হক।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here