কোটা সংস্কার -ঢাবিতে ‘নিপীড়ন বিরোধী’দের ওপর ছাত্রলীগের হামলা

0
434

খবর ৭১ঃ সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আবারো হামলার ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী শিক্ষক-শিক্ষার্থীদের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা মানববন্ধন করেন। এরপর তারা মিছিল সহকারে ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে বাধা দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা ব্যানার কেড়ে নিয়ে আন্দোলনকারীদের ওপর চড়াও হন এবং মেরে ছত্রভঙ্গ করে দেয়। পরে দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কোটা সংস্কার আন্দোলনের বিপক্ষে ‘মুক্তিযোদ্ধাদের সন্তান ও মুক্তিযুদ্ধের চেতনায় সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে ছাত্রলীগ ও কোটা সংস্কার আন্দোলনের বিরোধী শিক্ষার্থীরা পাল্টা অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সকাল এগারোটার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কোটা আন্দোলনকারীরা শহিদ মিনারের পাশে মানববন্ধন শুরু করলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ঘিরে ফেলে। পরে শিক্ষকরা আন্দোলনকারীদের কর্মসূচিতে সংহতি জানাতে এলে ছাত্রলীগ একপাশে অবস্থান নেয়।
এসময় ছাত্রলীগের কর্মীরা শিক্ষকদের উদ্দেশ্যে উস্কানিমূলক স্লোগান ও বক্তৃতা দেন। এর কিছুক্ষণ পর শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল নিয়ে সরে আসতে চাইলে তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here