রাজধানীর মহাখালীতে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

0
427

খবর৭১:রাজধানীর মহাখালীতে রোববার ভোরে আমতলী এলাকার জলখাবার হোটেলের পেছন থেকে রাশেদ (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে বনানী থানা পুলিশ।রাশেদের বাবার নাম আবুল হোসেন। তারা মহাখালী আমতলীর স্কুল রোডের বাসিন্দা।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন জানান, ভোরের দিকে জলখাবার হোটেলের পেছনে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রাশেদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here