পাইকগাছায় গাঁজাসহ স্কুল শিক্ষক সহ ২জন আটক

0
352

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় গাঁজাসহ স্কুল শিক্ষক সহ দু’ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় পৃথক থানায় দু’টি মামলা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাড়–লী ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আরাজী ভবানীপুর গ্রামের শংকর কুমার পালের ছেলে ও শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনীষ কান্তি ওরফে রাজীব পাল (৩৮) কে গণেশের মোড় এলাকা থেকে ৫ গ্রাম গাঁজা সহ আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। যার নং- ১৯। অপরদিকে, রাড়–লী গ্রামের মৃত বছির শেখের ছেলে আবুল হোসেন (৫৫) কে নিজ বসত বাড়ির সামনে থেকে ৩০ গ্রাম গাঁজা সহ আটক করে। থানায় দায়ের করা মামলা নং- ১৮। আটক দু’ব্যক্তিকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি (অপারেশন) প্রবীণ চক্রবর্তী জানিয়েছেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here