অর্ধশতাধিক মাদকসেবীর মাদক সেবন না করার অঙ্গিকার পুলিশের কাছে

0
378

খবর৭১:চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডা­ঙ্গায় অর্ধশতাধিক মাদ­কসেবী মাদক সেবন না করার অঙ্গিকারে থানা পুলিশের কাছে আত্মসমর্­পণ করেছে। শনিবার দুপুরে আলমডাঙ্গা থানা চত্বরে মাদকসেবীরা আত্­মসমর্পণ করে। বুধবার মাদকসেবীদের মাদক সেবন না করার আহ্বান জানিয়ে আলমডাঙ্গা এলাকায় মাইকিং করে শনিবার তাদেরকে থানায় উপস্থিত হতে বলেন পুলিশ।
এরই অংশ হিসাবে শনিবার সকাল থেকে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে অর্ধশতাধিক মাদকসেবী তাদের পরিবারের সদস্যদের সাথে নিয়ে থানা চত্বরে উপস্থিত হয়। দুপুরে মাদকসেবীরা পুলিশের   কাছে অঙ্গিকার করেন তারা আর মাদক সেবন করবে না এবং অন্যদেরকে মাদক সেবন না করার জন্য আহ্বান জানাবেন।
এই ধরনের অঙ্গিকার করার পরে তাদেরকে তাদের পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেয় আলমডাঙ্গা থানা পুলিশ।
আলমডাঙ্গা থানার ভার­প্রাপ্ত কর্মকর্তা (ও­সি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, গত বুধবার চুয়াডাঙ্গার আল­মডাঙ্গা উপজেলার বিভি­ন্ন এলাকায় পুলিশ মাই­কিং করে মাদকসেবীদের মাদক সেবনা না করার আহ্বান জানিয়ে শনিবার থানায় উপস্থিত হতে বলেন।
তিনি আরও জানান, এ ধরনের কার্যক্রম অব্যা­হত থাকবে। মাদকসেবীদের স্বাভাবিক জীবনে ফি­রে আসতে পুলিশ তাদের ও পরিবারের সহযোগিতা করবে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here