শেরপুরে মাদ্রাসার কমিটিকে কেন্দ্র করে আ’লীগের দু-পক্ষের সংঘর্ষে ৪ পুলিশসহ আহত ২০

0
316

শেরপুর থেকে আবু হানিফ :
শেরপুরের ঐতিহ্যবাহী তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র্র করে আজ বেলা ৩টার দিকে আওয়ামীলীগের বিবাদমান দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৪ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়। আহতদেও মধ্যে হাছান নামে একজনকে মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, আজ বিকেলে মাদ্রাসার নতুন কমিটি করার কথা ছিল। সেই লক্ষ্যে কমিটি নিয়ে মাদ্রাসার বিবাদমান আওয়ামীলীগের দুটি গ্রুপের লোকজন দুপুর থেকে মাদ্রাসা ক্যাম্পাসে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ পূর্ব থেকেই মাদ্রাসা ক্যাম্পাসে অবস্থান নেয়। এক পক্ষ অন্যপক্ষকে জামাত বিএনপির পৃষ্ঠপোষক দাবী করে। পরে এক পর্যায়ে কমিটি গঠন স্থগিত ঘোষনা করলে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সংঘর্ষ ঠেকাতে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এসময় সংঘর্ষে ৪ পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়। আতংকে এলাকার সমস্ত দোকান-পাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে কি পরিমাণ গুলি করা হয়েছে পুলিশ এখনো সাংবাদিকদের জানায়নি। স্থানয়িরা তারা কমপক্ষে শতাধিক শর্টগানের গুলির আওয়াজ শুনেছে।
মাদ্রাসার সভাপতি আব্দুল ওয়াদুদ অদু বলেন, মাদ্রাসার বাইরে গন্ডগোল হয়েছে। ভিতওে কিছু হয়নি।
জেরা আওয়ামীলীগের সহসভাপতি মিনহাজ উদ্দিন মিনাল জানান, জামাত বিএনপি নিয়ে কমিটিি গঠন করার চেষ্টার প্রতিবাদ করায় আমাকে লাি ত করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি আমাদেও নিয়ন্ত্রনে।
তবে দীর্ঘদিন ধরে আওয়ামীরীগের একটি অংশের নেতারা এ মাদ্রাসার কমিটি নিয়ন্ত্রন করায় অন্য গ্রুপও এবার এ মাদ্রাসার কমিটি নিজেদেও নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা করায় এ সংঘর্ষেও ঘটনা ঘটেছে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here