মাগুরায় বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল জাহানারা

0
290

মাগুরা প্রতিনিধি: মাগুরায় বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল জাহানারা খাতুন (১৪) নামের এক অষ্টম শ্রেণির শিক্ষার্থী।গতকাল শনিবার মাগুরা সদরের মঘী ইউনিয়নের সত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে । গোপন সংবাদের ভিত্তিতে স্বেচ্ছাসেবী সংস্থা শিশু নিলয় ফাউন্ডেশনের সহযোগিতায় ভ্রাম্যমান আদালনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মাগুরা সদর উপজেলার নির্বাহী অফিসার আবু সুফিয়ান শনিবার দুপুরে মাগুরা সদরের মঘী ইউনিয়নের সত্যপুর গ্রামে গিয়ে এ বাল্য বিবাহ বন্ধ করেন । শিশু নিলয় ফাউন্ডেশনের প্রোগাম অফিসার মোজ্জায়েম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ইউএনও স্যারকে সাথে নিয়ে সত্যপুর গ্রামে যায় । সেখানে সত্যপুর গ্রামের ওয়ালিয়র রহমানের কনের সাথে ঝিনাইদর জেলার পদ্মাকর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের দুদু মল্লিকের ছেলে শাহীন হোসেনের বিবাহ অনুষ্ঠিত হচ্ছিল । এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে কনে ও বরের লোকজন পালিয়ে যাওয়ার সময় কনের চাচা যথাক্রমে বাবুর হোসেন ,রেজাউল ইসলাম ও বরের প্রতিবেশী ওহাব আলী পুলিশের হাতে আটক হয় । তাদের মাগুরা সদর থানায় প্রেরণ করা হয়েছে ।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here