জাপানে প্রবল বৃষ্টিতে ২৭ জনের মৃত্যু

0
360

খবর ৭১:  জাপানে গত দু’দিনের প্রবল বৃষ্টিতে অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরো পাঁচজন। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও অন্তত ৪৭ জন।

শুক্রবার থেকে শুরু হয়েছে এ বৃষ্টি। আজ শনিবার (৭ জুলাই) সকালেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। অতি বৃষ্টির কারণে ১৬ লাখের বেশি মানুষকে তাদের বাড়ি থেকে অন্য স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

জাপানের আবহাওয়া এজেন্সি একটি বিশেষ আবহাওয়া সতর্কবার্তা প্রকাশ করেছে। এতে এই প্রবল বৃষ্টিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে জাপানের পশ্চিমাঞ্চলীয় এলাকা হনশুতে ভূমিধস, নদীর পানি বৃদ্ধি এবং ঝড়ো হাওয়ার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

টোকিও থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে শিকোকো দ্বীপের মটোয়ামা শহরে শুক্র ও শনিবার সকালে ৫৮৩ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া এজেন্সি বলছে, জাপানের পশ্চিম ও পূর্বাঞ্চলে আবহাওয়া স্থিতিশীল থাকলেও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here