সমাবেশের অনুমতি না দেওয়ায় বিএনপির বিক্ষোভ রোববার

0
336

খবর ৭১: কারবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিত করার প্রতিবাদে ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের অনুমতি না পেয়ে আগামী রোববার ঢাকার প্রতিটি থানায় বিক্ষোভ করবে দলটি।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিত করার প্রতিবাদে ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল শনিবার প্রতিবাদ সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আগামী ৮ জুলাই ঢাকার প্রতিটি থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’
এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিক্ষোভ কর্মসূচি পালনের জন্য অনুরোধ জানান রিজভী।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here