অবশেষে সন্ধান মিলল রহস্যময় সেই শহরের

0
371

খবর ৭১:
রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী। যত দিন যাচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন সব তথ্য। প্রাচীন গ্রিক দার্শনিক প্লাতো প্রথম উল্লেখ করেছিলেন আটলান্টিস শহরের কথা। তারপর থেকেই খোঁজ চলছিল রহস্যময় সেই শহরের। রোমাঞ্চপ্রিয় একদল মানুষ খুঁজে চলেছিলেন প্লাতোর সেই শহরটিকে। কারণ, তাদের অনেকেরই ধারণা, বাস্তবেই ছিল আটলান্টিস নামের এই শহরটি। কোনো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে দ্বীপ-শহরটি তলিয়ে যায় সমুদ্রগর্ভে।

অবশেষে এতদিন পর সেই শহরটিরই নাকি সন্ধান মিলেছে। অন্তত, ‘কনস্পিরেসি থিয়োরিস্ট’দের দাবি তাই। তত্ত্ববিদরা মনে করছেন, গুগল মানচিত্রকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত তারা হারিয়ে যাওয়া সেই প্রাচীন সম্পদশালী শহরের অস্তিত্ব খুঁজে পেয়েছেন।

মেক্সিকোর পশ্চিমে, প্রশান্ত মহাসাগরের তলদেশে ডুবে রয়েছে রহস্যময় আটলাল্টিস শহরটি। সেই প্রাচীন শহরের স্থাপত্যেরও তারা নাকি খোঁজ পেয়েছেন। দেখা গেছে, সাড়ে ৮ মাইলজুড়ে বিস্তৃত পিরামিডের চুড়া।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here