গাইবান্ধায় নজরুল জয়ন্তী পালিত

0
289

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১শ’ ১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘তোমার সুরের নেশায়’-শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের সহ-সভাপতি শাহ মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক- গৌতম চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন- পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন-অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক- প্রমতোষ সাহা, কালচারাল অফিসার আলমগীর কবির প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন- অধ্যাপক অমিতাভ দাশ হিমুন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here