বনদস্যুদের ব্যবহৃত দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

0
269

বাগেরহাট প্রতিনিধিঃ
কোষ্টগার্ড পশ্চিম জোনের শরণখোলা স্টেশানের সদস্যরা বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলার মোরলগঞ্জের ফুলহাতা ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবনের বনদস্যুদের ব্যবহৃত দ’ুটি একনলা দেশী বন্দুক উদ্ধার করেছে। এসময়ে কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে বনদস্যুরা পালিয়ে যায়।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. আবদুলাহ আল মাহমুদ জানান, সুন্দরবনের বনদস্যুরা মোরলগঞ্জ উপজেলার ফুলহাতা ঘাট সংলগ্ন এলাকায় জড়ো হয়েছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোষ্টগার্ড পশ্চিম জোনের শরণখোলা স্টেশানের সদস্যরা বৃহস্পতিবার দুপুরে ফুলহাতা ঘাট সংলগ্ন এলাকায় অভিযান শুরু করে। এসময়ে কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে বনদস্যুরা দ’ুটি একনলা দেশী বন্দুক ফেলে রেখে পালিয়ে যায়। পরে কোষ্টগার্ড সদস্যরা পড়ে থাকা বনদস্যুদের ব্যবহৃত দুটি একনলা দেশী বন্দুক উদ্ধার করে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র দুটি মোড়লগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here