মেসি-নেইমারদের গায়ে মাছি বসতে দেবে না রাশিয়া!

0
634

খবর ৭১: এবারের রাশিয়া বিশ্বকাপের আয়োজন ভালোই হয়েছে বলা যায়। তবে নতুন এক সমস্যার মুখোমুখি হয়েছে দেশটি। সমস্যাটি হলো মাছি। তবে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারদের গায়ে যাতে মাছি বসতে না পারে সেজন্য মাছি মারতে কামান ফিট করতে যাচ্ছে বিশ্বকাপের আয়োজক রাশিয়া।
গত শুক্রবার আইসল্যান্ড এবং নাইজেরিয়া ম্যাচের আগে মাছি সতর্ক ছিল স্থানীয় প্রশাসন। ম্যাচ দেখার সময় যাতে দর্শকদের কোনো অসুবিধা না হয় সেজন্য স্টেডিয়ামের চারপাশে ওষুধ ছেটানো হয়।
ইংল্যান্ড এবং টিউনিশিয়া ম্যাচেও মাছির জন্য স্টেডিয়ামে দর্শকদের খুব অসুবিধা হয়েছিল। তাই এবার আর কোনো ঝুঁকি নিতে চাইছে না রাশিয়া সরকার। শুধু স্প্রেই নয় দর্শকদের জন্য মেডিকেটেড টিশুরও ব্যবস্থা রয়েছে।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here