চৌগাছায় বাস চাপায় আহত টনিরাজ অবশেষে চলে গেলেন না ফেরার দেশে

0
414

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাস চাপায় মারাত্মক আহত টনিরাজ চার দিন মৃত্যুর সাথে সমান তালে লড়াই করে অবশেষে হেরে গেলেন। শুক্রবার বিকাল ৩ টার দিকে সে ঢাকা আনোয়ার খাঁন মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকলকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। গত ২৬ জুন মঙ্গলবার দুপুরে চৌগাছার তানজিলা ব্রিকসের সামনের সড়কে একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দেয়। এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র জানায়, গত ২৬ জুন দুপুরের খাবার শেষে নিজ কর্মস্থল ডিভাইন গার্মেন্টেসে যাচ্ছিল পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাকপাড়া মহল্লার মিজানুর রহমানের ছেলে টনিরাজ (৩২)। তিনি চৌগাছা-যশোর সড়কের তানজিলা ব্রিকসের সামনে পৌছালে যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহি একটি বাস যান নং (যশোর-জ-০৪-০০৩৬) তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার স্বাস্থ্যের কোন উন্নতি না হলে দ্রুত যশোর আড়াইশ শয্যা হাসপাতালে রেফার করা হয়। ওই দিনই উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা আনোয়ার খাঁন মডেল হাসপাতালে। সেখানে তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়। শুক্রবার বিকাল তিনটার দিকে সকল চেষ্টা ব্যর্থ করে সে চলে যায় না ফেরার দেশে। নিহতের চাচা সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার জানান, ঢাকা থেকে লাশ আনার সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। শুক্রবার রাত ১২ দিকে নিহতের লাশ বাড়িতে আসতে পারে। শনিবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। উল্লেখ্য, গত ২৬ জুন দুপুর ২ টার দিকে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রন হারিয়ে তানজিলা ব্রিকসের সামনে একটি কড়াই গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় পথচারী টনিরাজ ওই বাসের নিচে চাপা পড়ে মারাত্মক আহত হয়। পাশাপাশি ওই বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত দশ যাত্রী আহত হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here