জামালগঞ্জে হাওর রক্ষার কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন-শামীম আল ইমরান

0
365

জামালগঞ্জ(সুনামগঞ্জ)  প্রতিনিধি:

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হাওর রক্ষা বাঁধে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান।

গতকাল শনিবার বিকালে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অান্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস-২০১৮ উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পূরুস্কার বিতরণ করেন জেলা প্রসাশক মো:সাবিরুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রসাশক(সার্বিক) মো:নূরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো:বরকতুল্লাহ খাঁন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো:এমরান হোসেন,সিভিল সার্জন ডা:অাশুতোষ দাশ প্রমুখ।

এসময় জেলার অন্যান্য উপজেলার নির্বাহী অফিসারদের সম্মাননা প্রদান করা হয়।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান জেলা প্রশাসকের কাছ থেকে হাওর রক্ষা বাঁধে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা পুরুস্কার পাওয়ায় জামালগঞ্জ উপজেলা প্রসাশনের কর্মকর্তাগণ,জন-প্রতিনিধিগণ,হাওর সংগঠনের নেতৃবৃন্দ,কৃষক প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ,গণমাধ্যম কর্মীগণ পৃথক পৃথক ভাবে অভিনন্দন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here