শেরপুর প্রতিনিধি : আজ রবিবার ২৪ জুন ভোর থেকে শেরপুর সদর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩১ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ডাকাতি মামলার আসামী রয়েছে।
শেরপুর সদর থানার পুলিশ জানান, মাদক বন্ধসহ চুরি ও ডাকাতি বন্ধের লক্ষ্যে পুলিশ অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে বলে অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান। গ্রেফতারকৃতদের আজ দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ।
খবর৭১/এস: