নড়াইলে ভিজিএফ’র চাল কালো বাজারে বিক্রি, তদন্তের দায়িত্বে দুদক

0
539

উজ্জ্বল রায়, ,নড়াইল জেলা প্রতিনিধিঃ আজ শনিবার (২৩জুন) নড়াইলে ঈদ-উল ফিতর উপলক্ষ্যে দুস্থ্যদের মাঝে বিতরনের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ২৩ বস্তা চাল মন্ডলবাগ বাজারের দোকান থেকে আটক এবং নড়াইলের শালনগর ইউনিয়ন পরিষদে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে রক্ষিত ৭০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, এ ঘটনায় শুক্রবার (২২জুন) থানায় মামলা দায়ের করা হয়েছে।
সরেজমিনে ও মামলা সূত্রে জানা গেছে, নড়াইলের শালনগর ইউনিয়নে ঈদ-উল ফিতরে বরাদ্দকৃত ভিজিএফ’র চালের মধ্য থেকে খাদ্য অধিদপ্তরের সীলযুক্ত বস্তায় ৫০কেজি ওজনের ১৬ বস্তা এবং খোলা চালসহ ২৩ বস্তা মন্ডলবাগ বাজারের ব্যবসায়ী সাজ্জাত খান’র দোকান ঘরে এবং শালনগর ইউনিয়ন পরিষদে রক্ষিত ৭০ বস্তা চাল বিতরণ না করে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র ও সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন ও লোহাগড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ আজিম উদ্দিন,যৌথ অভিযান চালিয়ে এ চাল আটক করেছেন। দোকানঘর সিলগালা এবং ইউনিয়ন পরিষদের চাল,ইউনিয়ন সচিব মাসুদুর রহমান বুলুর জিম্মায় রাখা হয় । এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ আজিম উদ্দিন বাদী হয়ে শুক্রবার রাতে সাজ্জাত খানকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সাজ্জাত খান’র মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম, বিষয়টি নিশ্চিত করে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, মামলাটি উপ-পরিচালক দুর্নীতি দমন কমিশন যশোর জেলা সমন্বিত কার্যালয় তদন্ত করিবেন।

খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here