দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া উপজেলা সদরের পালপাড়ায় মঙ্গলবার রাতে সন্ন্যাস মূর্তি ভাঙ্গার অভিযোগে পুলিশ বুধবার সন্ধ্যায় আইয়ুব ব্যাপারী(৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আইয়ুব সদরের ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় সন্ন্যাস মন্ডপের মালিক মনিন্দ্রনাথ মহন্ত বাদী হয়ে আইয়ুবকে অভিযুক্ত করে বুধবার থানায় একটি মামলা দায়ের করেছে।
থানা সূত্রে জানা যায়, উপজেলা সদরের পালপাড়ায় মনিন্দ্রনাথের পারিবারিক সন্ন্যাস মন্ডপে মাটি দিয়ে সন্ন্যাস মূর্তি তৈরি করে তা পূজা অর্চনা করে আসছিল। ঘটনার দিন রাতে কোন এক সময়ে ওই পাড়ার আইয়ুব আলী নামের এক যুবক মন্ডপে রাখা সন্ন্যাস মূর্তির মাথা ভেঙ্গে ফেলে। পুলিশ অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় অভিযুক্ত আইয়ুব ব্যাপারীকে তার বাড়ির পার্শ্ববর্তী এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক মূর্তি ভাঙ্গার অভিযোগে অভিযুক্ত আইয়ুব ব্যাপারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর৭১/এস: