খালেদা জিয়া’র সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে শরীয়তপুরে বিএনপি’র বিক্ষোভ

0
640

শরীয়তপুর প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে শরীয়তপুর জেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ধানুকা এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু ও সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, জেলা বিএনপি’র কার্যকরী সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম, সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, মোফাজ্জেল হোসেন ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, মাহবুব মোর্শেদ টিপু, দপ্তর সম্পাদক এ্যাড. কামরুল হাসান, যুব সম্পাদক ইজাজুল ইসলাম মামুন, সহ-প্রচার সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবির, স্বেচ্ছাসেবক সম্পাদক তারেকুল ইসলাম তারেক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলী আহমেদ মোল্যা, সদর উপজেলার সাধারণ সম্পাদক আতাউর রহমান গগন খান, পৌরসভা সভাপতি এ্যাড. লুৎফর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খান, গোসাইরহাট উপজেলা সভাপতি মোবারক ঢালী, জাজিরা উপজেলা সাধারণ সম্পাদক আক্কাস মাস্টার, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহবুব আলম খায়ের, ডামুড্যা উপজেলা কৃষকদলের সভাপতি রিপন বেপারী, ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সৈকত, গোসাইরহাট উপজেলা যুগ্ম আহবায়ক ফারুক বয়াতী প্রমূখ।
অনুষ্ঠানে সরদার একেএম নাসির উদ্দীন কালু বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র জামিন হওয়ার পরও বর্তমান সরকার আবার অন্য মামলা দিয়ে তাকে জেলে কষ্ট দিচ্ছে। আমরা অবিলম্বে তার সু-চিকিৎসা ও মুক্তি দাবি করছি। এছাড়া আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া’কে বর্তমান সরকার চক্রান্ত করে দীর্ঘদিন যাবৎ বন্দী করে রেখেছে। আমরা অবিলম্বে তার সু-চিকিৎসা ও মুক্তি দাবি করছি। আর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারও দাবি করছি। এছাড়াও শাহ মোঃ আব্দুস সালাম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র অবিলম্বে সকল মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি চাই। এই সরকারের পরিবর্তন চাই।
এসময় জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here