হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল থেকেঃ নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজার ঢাকের শব্দে প্রকম্পিত হলো নড়াইল শহর। আনন্দে মেতে উঠলো ১৯৯৯ সালের নড়াইল’র এসএসসি’র ব্যাচের সহপাঠিরা। মাশরাফিসহ তার বন্ধুরা সকলে ঢাক-ঢোলের শব্দে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন । ‘আলোর পথিক ১৯৯৯’ নড়াইল এর আয়োজনে রোববার (১৭ জুন) নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘এসএসসি ১৯৯৯ ব্যাচের পুনর্মিলনী’ অনুষ্ঠান হয়। এ দিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশগ্রহন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজা। র্যালিতে মাশরাফি নিজেই ঢাক বাজান। কোটি কোটি মানুষের প্রিয়মুখ মাশরাফি বিন মতুর্জা’র ঢাক-ঢোল বাজানোর শব্দে মুগ্ধ হন পথচারীরাও। নেকের মন্তব্য করেন মাশরাফি শুধু ভালো ক্রিকেটারই নন, ঢাক-ঢোল বাজাতেও পটু । ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন বোস বলেন, মাশরাফি তাদের সহপাঠী ও একজন ভালো বন্ধু। খেলার পাশাপাশি বহু গুণের। অপর বন্ধু জানিউল আলম জনি, রনি সহ আরোও অনেকে বলেন, মাশরাফি’র উপস্থিতির কারণে র্যালি যেমন বর্ণিল হয়েছে,সার্বিক অনুষ্ঠানটি তেমনি সার্থক ও সুন্দর হয়েছে। চারদিকে শুধু আনন্দ আর আনন্দ। পুনর্মিলনী অনুষ্ঠানে মাশরাফির মাধ্যমিক পর্যায়ের স্কুল ‘নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়’ ছাড়াও নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়, নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল সহ সদরের ৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে অন্যতম কার্যক্রম গুলি হলো ’৯৯ ব্যাচের শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যায়। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন মাউশি’র সহকারি পরিচালক মোঃ ইমরান আলী, শিক্ষক ইদ্রিস আহম্মেদ, আফরোজা, আক্তার, মাশরাফি বিন মর্তুজা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন বোস প্রমুখ।
খবর ৭১/ই: