সিরিয়ায় রুশ বিমান হামলা, ৪৪ জন নিহত

0
369

খবর ৭১সিরিয়ার ইদলিব প্রদেশে আসাদবিরোধীদের ওপর বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন শিশু রয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেশন ফর হিউম্যান রাইটস শুক্রবার এ তথ্য জানিয়েছে। তবে বিমান হামলার কথা অস্বীকার করেছে রাশিয়া। খবর আল জাজিরার।

অবজারভেশন ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, ইদলিবের উত্তরাঞ্চলের জর্ডান গ্রামকে লক্ষ্য করে রাতভর হামলা চালানো হয়েছে। হামলায় ১১ জন নারী ও ৬ জন শিশুসহ ৪৪ জন নিহত হয়েছে।

এ ঘটনাকে চলতি বছর একদিনে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা বলে উল্লেখ করেছে সংস্থার পরিচালক রামি আব্দুল রাহমান।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here