খবর ৭১ঃস্ত্রীর সামনেই স্বামীকে টেনে নিয়ে খেয়ে ফেলেছে কুমির। শুক্রবার ভারতের দক্ষিণ২৪পরগনার পাথরপ্রতিমা ব্লকের গঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নদীতে মীন সংগ্রহ করতে গিয়ে এ ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে উল্লেখ করা হয়েছে।
তখনই ঘটে অঘটন। নিখোঁজের নাম ঝড়েশ্বর মণ্ডল (৫৫)।
খবরে বলা হয়েছে, প্রতিদিনের মতো শুক্রবারও নদীতে মীন ধরতে গিয়েছিলেন ঝড়েশ্বর মণ্ডল ও তার স্ত্রী প্রতিমা দেবী।
কিছুক্ষণ মীন সংগ্রহের পর সেই মীন স্ত্রীকে পুকুরে ছেড়ে আসতে বলেন ঝড়েশ্বর। প্রতিমা দেবী মীন ছেড়ে ফিরে এসে দেখেন কুমির তার স্বামীকে টেনে দিয়ে যাচ্ছে। আর স্বামী কুমিরের সঙ্গে আপ্রাণ লড়ে যাচ্ছে।
সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের ডেকে নিয়ে আসেন প্রতিমা দেবী। তবে ততক্ষণে ঝড়েশ্বর বাবুকে টেনে নিয়ে যায় কুমিরটি। তাকে উদ্ধার করতে নৌকা নামান স্থানীয়রা।
শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনও খোঁজ মেলেনি। পানির নিচে নিয়ে কুমিরে তাকে খেয়ে ফেলেছে বলে ধারণা করছে গ্রামবাসী।
খবর ৭১/ইঃ