শরীয়তপুরে বিএনপি’র আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

0
521

শরীয়তপুর প্রতিনিধি:
বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে বিএনপি’র আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শরীয়তপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় শরীয়তপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শরীয়তপুর জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক আহবায়ক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কারা নির্যাতিত বিএনপি নেতা বাবুল খান। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মাস্টার। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর পৌরসভার সাবেক কাউন্সিলর স্বেচ্ছাসেবক দলের জিএস খলিলুর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন, সমবায় দলের মজিবুর রহমান মৃধা, স্বেচ্ছাসেবক দলের জিএস মনিরুজ্জামান রুবেল আকন্দ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মাঝি, যুবদলের এজিএস লিয়াকত হোসেন খান, ছাত্রদলের এজিএস আমিনুর রহমান আমান, যুবদলের মোজাম্মেল হক, মিজানুর রহমান ঢালী, কেএম রফিকুল ইসলাম পিন্টু, রতন হাওলাদার, ইসহাক মাদবর, রোকন সরদার, শ্রমিক দলের রুহুল আমিন, ছাত্রদলের রাশেদ খান মেনন, জাহিদ হাসান মান্নান, রিংকু তালুকদার, দিদার হোসেন, রানা মোল্যা, দুলাল ঢালী, সাইফুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র অবিলম্বে সকল মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি করেন। আর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার দাবি করেন। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা সহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here