বামনায় সূধীজনদের নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়

0
960

মোশাররফ হোসেন, বামনা (বরগুনা) সংবাদদাতাঃ
বরগুনার বামনায় বৃহস্পতিবার সকালে বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যলয়ের সম্মেলন কক্ষে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সূধীজনদের নিয়ে বরগুনা জেলা প্রশাসক ড. মো. বশিরুল আলম মতবিনিময় সভা করেন। সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চৌধূরী কামরুজ্জামান সগিরের সভপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল এড. হারুন-অর- রশিদ, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মানজুরুল রব মুর্তাযা আহসান, বামনা প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, জেলা পরিষদ সদস্য ফৌজিয়া খানম, জাহাঙ্গীর হোসেন মোল্লা, জাতীয় পার্টির সভাপতি ফারুক আহম্মেদ আকন সারওয়ারজান মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার প্রমূখ।
সভায় জেলা প্রশাসক ড. মো. বশিরুল আলম বলেন, বরগুনা জেলাকে মাদক মুক্ত করতে আইনশৃংখলা বাহিনী নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে তাহলেই মাদকমুক্ত বরগুনা আমরা উপহার দিতে পারবো।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here