‘নিষিদ্ধ রেফারি’ বিশ্বকাপ থেকে বাদ

0
552

খবর ৭১ঃসৌদি আরবের ঘরোয়া প্রতিযোগিতায় ম্যাচ পাতানোর চেষ্টায় নিষিদ্ধ রেফারি ফাহাদ আল-মিরদাসিকে বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলেছে ফিফা। কিংস কাপের ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন মিরদাসি।

আল-ফাইলাসির বিপক্ষে ম্যাচ পাতানোর জন্য প্রস্তাব দিয়েছিলেন ফাইনালের আরেক দল আল-ইত্তিহাদের সভাপতি হামাদ আল-সেনায়িকে। এমন প্রস্তাব পেয়ে হামাদ তা জানিয়ে দেন সৌদি ফুটবল ফেডারেশনকে। পুলিশি হেফাজতে নেয়ার পর ওই রেফারি সব কথা স্বীকার করেন।

এরপরই ৩২ বছর বয়সী মিরদাসিকে আজীবন নিষিদ্ধ করে সৌদি আরবের ফুটবল ফেডারেশন। বুধবার ফিফা জানায়, তথ্য প্রমাণের ভিত্তিতে বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য মিরদাসি আর উপযুক্ত নন।

২০১১ সাল থেকে ফিফার হয়ে আন্তর্জাতিক ফুটবলে রেফারির দায়িত্ব পালন করেছেন মিরদাসি। তার সঙ্গে দায়িত্ব পালনের জন্য মনোনীত সৌদি আরবের অন্য দুই সহকারী রেফারি মোহাম্মেদ আল-আবাক্রি ও আবদুল্লাহ আল-শালওয়াইকেও প্রত্যাহার করেছে ফিফা।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here