প্রধানমন্ত্রী ডি.লিট পাওয়ায় ইবি ছাত্রলীগের আনন্দ র‌্যালি

0
361

ইবি প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কতৃক ডক্টর অফ লিটারেচার (ডি.লিট) ডিগ্রিতে ভূষিত হওয়ায় আনন্দ র‌্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। সোমবার বেলা ১২টার দিকে এ মিছিল বের করে তারা।
জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃতে দলীয় টেন্টে থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের দলীয় টেন্টে এসে শেষ হয়।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সালাউদ্দিন আহমেদ সজল, আলমগীর হোসেন আলো, আব্দুল ওয়াদুদ, তৌকির মাহফুজ মাসুদ, রিজভী আহমেদ পাপন, শিবলু, নিশান ফয়সাল সিদ্দিকী, আবির, বিপুল, আব্দুর রহিমসহ শতাধিক নেতাকর্মী।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here