জয়পুরহাটের পাঁবিবিতে মাদক মামলা আটক ৯৯

0
343

এম এম আতাউর রহমান (জীবন), জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁবিবিতে ১১১ জনের বিরুদ্ধে মাদক মামলায় ৯৯ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ। বাঁকী ১২ জন মাদক ব্যবসায়ীকে ও গ্রেফতার করতে পুলিশ তৎপর।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন খবর ৭১ কে জানান, বর্তমানে যুব সমাজ ধংসকারী ফেনসিডিলের মত মারাত্বক সব নেশা কিছু অসাধু ব্যবসায়ীদের নেতৃত্বে প্রতিনিয়ত সীমান্ত পেরিয়ে এ দেশের অভ্যান্তরে প্রবেশ করে দেশের বিভিন্ন স্থানে এর বিস্তার লাভ করছে,ফলে যুব সমাজ খুব সহজে মাদকের সঙ্গে জরিয়ে পরছে।সেই ধারা বাহিকতায় উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে শতাধিক মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের আটক করেছে পুলিশ। ইতি মধ্যে কয়েক দিনের অভিযানে মাদক অনেকটায় নিয়ন্ত্রনে এসেছে এবং আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here