সালমান মুক্তাদির সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন মিস ওয়ার্ল্ড জেসিয়া

0
343

খবর ৭১;ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া। প্রতিযোগিতার পর প্রেমের গুঞ্জন শোনা গেলেও বরাবরই এড়িয়ে গেছেন তারা দুজন।

শুক্রবার দুপুরে নিজেদের প্রেমের কথা স্বীকার করেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলাম। তিনি বলেন, তারা বিয়ে করার পরিকল্পনা করছেন।

দুই দিন আগে ছিল জেসিয়া ইসলামের জন্মদিন। এর ঠিক একদিন পর জেসিয়া তার ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছেন। এই ভিডিওতে তাদের দুজনের অনেক খুনসুটির ব্যাপার দেখা যায়। তা দেখে অনেকেই বলেন, জেসিয়া আর সালমান শুধু বন্ধু নন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। যারা এত দিন ধোঁয়াশার মধ্যে ছিলেন, তারা এখন নিশ্চিত হবেন বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক প্রেম ও ভালোবাসায় রূপ নিয়েছে।

ফেসবুকে আপলোড করা ভিডিও প্রসঙ্গে জেসিয়া বললেন, ‘অনেক কিউট, তাই না! আমাদের কিছু চমৎকার মুহূর্তের ভিডিও। এই ভিডিও দেখে অনেকের বুঝতে বাকি থাকবে না, আমরা প্রেম করছি। তা ছাড়া এটা নিজে থেকে জানানোর কিছু নেই।’

গত বছর সেপ্টেম্বরে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি মিলনায়তনে বেশ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। শুরুতে এই আয়োজনে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা হয় জান্নাতুল নাঈম এভ্রিলের নাম। প্রশ্ন ওঠে, বিচারক নয়, আয়োজকের পছন্দে এভ্রিলের নাম ঘোষণা করা হয়। পরে যাচাই-বাছাই শেষে চ্যাম্পিয়ন হন জেসিয়া ইসলাম। এরপর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেন জেসিয়া। প্রতিযোগিতা চলাকালীন সালমান মুক্তাদির ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়াকে নিয়ে ভিডিও বার্তা দেন। এই ভিডিও বার্তার পরই দুজনের প্রেম নিয়ে কানাঘুষা শুরু হয়। জেসিয়া তখন বলেন, ‘এসব সত্য নয়। সত্যিটা হলো সালমান আমার ভালো বন্ধু।’

আর ওই সময় সালমান বলেছিলেন, কিছু মানুষ তার পেছনে লেগেছে। এতে ঢাল হিসেবে ব্যবহার করছে জেসিয়াকে। এটা মোটেও ভালো বিষয় নয়। জেসিয়ার সঙ্গে তার সম্পর্ক ভালো। সে তার ভালো বন্ধুও বটে।

সালমানের সঙ্গে কবে থেকে প্রেম হলো? জেসিয়া বলেন, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার আগে থেকে। আমরা কিন্তু নানা কর্মকাণ্ডের এর প্রমাণও দিয়েছি। আমার এখন পড়াশোনা নিয়েই সব ভাবনা। সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। পড়াশোনা শেষ হলে কিংবা তার আগেও বিয়ে করতে ফেলতে পারি।’

এদিকে জেসিয়া জানান, এবার ঈদের জন্য টেলিছবির কাজ করবেন। শুটিং শিগগিরই শুরু হবে।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে মডেলিং করেন জেসিয়া। একটি ফ্যাশন হাউসের স্থিরচিত্রের মডেল হন। সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখান জেসিয়া।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here