রমজানের প্রথম জুম্মার নামায সম্পন্ন

0
504

খবর ৭১: পবিত্র রমজান মাসের প্রথম জুম্মার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

আজ শুক্রবার (১৮ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুম্মার নামাজে শরীক হতে অনেক আগে থেকেই মুসল্লিরা আসতে শুরু করেন। মসজিদে জায়গা না পেয়ে অনেকে বাইরেও নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। জুম্মাকে কেন্দ্র করে মসজিদের সামনে ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন মসজিদেও ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here