লায়ন্স শিশু হাসপাতালে সিফডিয়ার নেবুলাইজার প্রদান প্রত্যেকের হৃদয়ে মানবতার বীজ বপন করতে হবে

0
389

তাসলিমা খানম বীথি
সিফডিয়া, সিলেট:সুস্থ থাকা হচ্ছে আল্লাহর নিয়ামত। আমরা অসুস্থ হলে তখন অনুভব করতে পারি সুস্থতার কদর। এজন্যে আমাদের সুস্থ অবস্থায় বেশি করে সমাজের জন্য, অসহায় দু:স্থ রোগীদের জন্য কাজ করতে হবে। শুধু মাত্র সামাজিক সংগঠন নয়, মহৎ হৃদয়ের অধিকারী যারা তাদেরকেও এগিয়ে আসতে হবে। তাহলেই দেশ ও সমাজের উন্নয়ন সম্ভব। আমাদের প্রত্যেকের হৃদয়ে মানবতার বীজ বপন করতে হবে।
সিলেট সেন্টার ফর ইনফরমেশন এন্ড মাসমিডিয়া (সিফডিয়া)-এর উদ্যোগে মানিকপীর রোডস্থ লায়ন্স শিশু হাসপাতালে নেবুলাইজার মেশিন প্রদানকালে বক্তারা বলেন এ কথা বলেন।
বুধবার সিফডিয়া চেয়ারম্যান অধ্যাপক শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক রোটারিয়ান আব্দুল মুহিত দিদারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স শিশু হাসপাতালের সাবেক চেয়ারম্যান ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সিনিয়র কনসালটেন্ট রনজিত দেবনাথ, মেডিকেল অফিসার মির্জা ফাহমিদা বেগম, ম্যানেজার আবু জাফর মো: আহমদ ও সিফডিয়ার কর্মী আব্দুস সোবহান ইমন প্রমুখ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here