চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক ৩টি সড়ক দূঘটনায় নিহত-৩

0
335

আব্দুস সালাম প্রতিনিধি চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক ৩টি সড়ক দূঘর্টনায় ৩জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পৃথক এই তিনটি সড়ক দূঘর্টনার ঘটনাটি ঘটে।
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে যুবলীগ নেতা আহসান হাবিব স্বপন তার ভাইয়ের ছেলেকে নিয়ে মোটরসাইকেল বাড়ি ফিরছিলো। এ সময় চুয়াডাঙ্গা থেকে জীবননগর গামী একটি ট্রাক জয়রামপুর কাঠালতলা নামকস্থানে পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে স্বপনের মৃত্যু হয়। একই ট্রাক দ্রুত গতিতে যাওয়ার সময় দর্শনায় একটি পাওয়ার ট্রলিকে থাক্কা দেয়। এতে ঘটনাস্থলে উজলপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে পাওয়ার ট্রলি চালক রুবেল নিহত হয়। অপরদিকে দর্শনা কাথলী সড়কে ভূট্রা ভর্তি নসিমন সুফিয়া খাতুন নামে এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও চালক পালিয়ে গেছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here