প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন থাকবে

0
351

খবর৭১:বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায় থেকে দ্রুত প্রজ্ঞাপনের বিষয়ে আমাদের আশ্বস্ত করা হয়েছে। তাই আমরা গতকাল আন্দোলন থেকে সরে এসেছি।

প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমাদের ক্লাস বর্জন অব্যাহত থাকবে।
আজ মঙ্গলবার সকালে তিনি গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে শাহবাগ মোড়ের অবরোধ স্থগিত করেন আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।

এর আগে গতকাল দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগে গিয়ে সড়ক অবরোধ করে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here