বালাই’নাশকের পার্শ্বপ্রতিক্রিয়ায় ঠাকুরগাঁওয়ে আমে পচন ক্ষতির মুখে চাষি

0
256

সোহেল পারভেজ,ঠাকুরগাঁও প্রতিনিধি: বালাই’নাশকের পার্শ্বপ্রতিক্রিয়ায় ঠাকুরগাঁও সদর উপজেলার পুর্ববেগুনবাড়ি খেকিডাঙ্গী গ্রামের একটি বাগানের আমে পচন ধরেছে । সবুজ আম বিবর্ণ হয়ে ফেটে ঝরে পড়ছে ।
এতে ৩০ লাখ টাকার বেশি ক্ষতির শিকার হয়েছে তিন আম চাষি।
ক্ষতিগ্রস্থ আমচাষি আজাহারুল ইসলাম রাজা ও আরিফ হোসেন আপেল জানায়, ২৫একর জমিতে গড়ে উঠা বাগানে বান্দিগৌরী, সূর্যপুরী , হিমসাগর, মিশ্রভোগসহ বিভিন্ন জাতে ১৬০টি আমগাছ আছে । প্রতিটি গাছে প্রচুর ফল আসে । কয়েকদিন আগে আমে অজ্ঞাত রোগ দেখা দিলে স্থানীয় কীটনাশক ডিলার মেসার্স এসএম ট্রের্ডাসের মালিক মমতাজুল ইসলামের পরামর্শে বক্সার, সুগারক্রপ, অর্পন, মিনডিও, ক্লোরাসিনসহ বেশকিছু বালাইনাশক প্রয়োগ করা হয় । ফলে আমে পচন ধরে ঝরতে শুরু করে । এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির মুখে পড়ে এমন দাবি ওই বাগানের তিন ফল চাষির।
অভিযোগ পেয়ে কৃষি বিভাগের বেগুনবাড়ি ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা উজ্জল হোসেন ও উপজেলা কর্মকর্তা আনিছুর রহমান বাগান পরিদর্শন করেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা উজ্জল হোসেন বলেন, মাত্রাতিরিক্ত কীটনাশক ¯েপ্র করার কারনে আমের খোসায় পচন ধরেছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কাছে না এসে কীটনাশক বিক্রেতাদের পরামর্শের কারনে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষি কর্মকর্তা আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ পরিস্থিতি থেকে উত্তোরণে আমের বাগানে পানি ¯প্রয়োগ করার পরামর্শ দেয়া হয়েছে ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here