স্থগিতাদেশ প্রত্যাহার হলেও নির্বাচন সম্ভব নয় : সিইসি

0
346

খবর ৭১ঃ গাজীপুর সিটি নির্বাচন নিয়ে আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হলেও আগামী ১৫ মে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
আজ বুধবার গাজীপুরে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, ‘আমি বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কমকর্তার সঙ্গে কথা বলেছি, তাদের সকলের বক্তব্য শুনে মনে হয়েছে ১৫ মে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।’
কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসারসহ প্রায় সাড়ে ৮ হাজার নির্বাচনী কর্মকর্তার প্রশিক্ষণ, বিভিন্ন জেলা থেকে ম্যাজিস্ট্রেট, বিভিন্ন জেলা থেকে এনে প্রায় ১১ হাজার পুলিশ ফোর্স নিয়োগসহ কিছু কাজ সম্পন্ন করতে সময়ের প্রয়োজন হবে। তাই আপিলে আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করলে নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়া হবে।’
এ সময় জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ হাসান ও খন্দকার ইয়াসির আরেফিন, জেলা নির্বাচন তারিফুজ্জামানসহ জেলা ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা এবিএম আজহারুল ইসলাম সুরুজের করা এক রিটে হাইকোর্ট গত রোববার ওই সিটি নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here