রোহিঙ্গা নির্যাতনের বিচারে আইসিসি’কে উৎসাহিত করা উচিত বাংলাদেশের

0
337

খবর ৭১ঃ রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো অপরাধের তদন্ত ও বিচার করতে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)কে উৎসাহিত করা উচিত। বাংলাদেশ সরকারের প্রতি এমন আহ্বান জানিয়েছে মানবাধিকার বিষয়ক সংগঠন ফোরটিফাই রাইটস। বুধবার তারা এ বিষয়ে নিজেদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, রোহিঙ্গা মুসলিমদেরকে যেভাবে অপরাধের মাধ্যমে দেশছাড়া করা হয়েছে তার তদন্ত ও বিচারের জন্য আইসিসিকে উৎসাহিত করা উচিত বাংলাদেশ সরকারের। ফোরটিফাই রাইটসের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ স্মিথ বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ের যে অপরাধ ঘটানো হয়েছে তার জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে জবাবদিহিতার আওতায় আনার এ প্রক্রিয়া ও অন্যান্য সব প্রক্রিয়ায় আমাদের দৃঢ় সমর্থন রয়েছে। তিনি আরো বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটেছে তার বিচার দাবি করা ও এ বিষয়ে সহযোগিতা করতে বাংলাদেশ সরকারের উচিত তার ক্ষমতা ব্যবহার করে সবকিছু করা। ফোরটিফাই রাইটস তার প্রতিবেদনে আরো লিখেছে, বাংলাদেশের ভূখন্ডে রোহিঙ্গা শরণার্থীদের উপস্থিতিকে কেন্দ্র করে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে বিচার প্রক্রিয়া শুরু করা উচিত কিনা আদালতের (আইসিসি) সে বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের পর্যাবেক্ষণ জমা দিতে বাংলাদেশকে গত ৭ই মে আমন্ত্রণ জানিয়েছে ‘প্রি-ট্রায়াল চেম্বার’। একই সঙ্গে জানতে চাওয়া হয়েছে, দেশ থেকে বের করে দেয়ার বিষয়ে আদালতের বিচার প্রক্রিয়া অনুসরণের সম্ভাব্যতা আছে কিনা। এ বিষয়ে জবাব দিতে বাংলাদেশ সময় পাচ্ছে ১১ই জুন পর্যন্ত।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here