বেনাপোলে ১২ পিছ(১কেজি ৪’শ গ্রাম) স্বর্ণের বার উদ্ধার

0
463

খবর৭১:শেখ কাজিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্ত থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারিকে আটক করতে পারেনি বিজিবি। বুধবার(০৯মে) সকাল ৮ টার দিকে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের খলসী বাজারের ইটভাটার পাশ থেকে এ স্বর্ণের চালান উদ্ধার করা হয়।
এ বিষয়ে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তারিকুল হাকিম জানান, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে স্বর্ণের একটি বড় চালান পাচার হবে। সেসময়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেটটি উদ্ধার করে প্যাকেটের মধ্যে থাকা ১২পিছ স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন কেজি ৪’শ গ্রাম এবং মূল্য ৫৮ লক্ষ ৮০ হাজার টাকা বলে তিনি জানান।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here