জয়পুহাটে মাঝরাতে রিকশাচালকের উপর দুর্বৃত্তদের হামলা অতঃপর মৃত্যু

0
481

খবর৭১,আতাউর রহমান, জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাট শহরে এক রিকশাচালককে ছুরি মেরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক সুইপারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের পাঁচবিবি সড়কের কালীমন্দিরের কাছে এ ঘটনা ঘটে। নিহত রিকশাচালক সন্টু শহরের সোনারপট্টির কুণ্ডুপাড়া মহল্লার রঘুনাথ দাসের ছেলে।

জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল হক জানান, গতকাল মধ্যরাতের দিকে সন্টু রেলবস্তির সুইপারপট্টির দিক থেকে হেঁটে কালীমন্দিরের পাশ দিয়ে কুণ্ডুপাড়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় ফাঁকা সড়কে দুর্বৃত্তরা তাঁকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি আরও বলেন ঘটনার তদন্ত চলছে।

স্থানীয়রা রিকশাচালক সন্টুকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

এ ঘটনায় জড়িত সন্দেহে আজ বুধবার ভোররাতে রেলবস্তির সুইপারপট্টি থেকে জয় নামের এক সুইপারকে আটক করেছে পুলিশ।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here