ভোলা প্রতিনিধিঃ
ভোলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৭৪৪ পিস ইয়াবাসহ নুরে আলম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ইলিশা ফাঁড়ির পুলিশ। রবিবার (৬ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস বিফ্রিং করে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ।
তিনি জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোক্তার হোসেন এর নেতৃত্ব পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সকালে ইলিশা ঘাটে মজুচৌধুরী হাট থেকে আসা খিজির নামক লঞ্চের যাত্রী নুরে আলমকে সন্দেহ জনক মনে করে, তার ব্যাগ তল্লাশী করলে ১৭৪৪ পিস ইয়াবা পাওয়া যায়। আটকৃত নুরে আলম পাহাড়তলি উপজেলার দক্ষিণ কাটতলির গ্রামের পৌর ৩নং ওয়াডের বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ আরো জানান,ভোলা পুলিশ জনগনের নিরাপত্তায় ও সম্প্রতি ঘটে যাওয়া চুরিরোধে পুলিশ ব্যাপক তৎপর রয়েছে।
এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার সাব্বির হোসেন, সদর থানার ওসি ছগির মিয়া, ডিবি ওসি শহিদুল ইসলাম, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মোক্তার হোসেন প্রমুখ।
খবর ৭১/ এস: